Thursday, January 3, 2019
Home »
» হাওড়ায় জঞ্জাল সমস্যার সমাধানে প্রশাসনকে উদ্যোগী হতে বললেন মমতা
হাওড়ায় জঞ্জাল সমস্যার সমাধানে প্রশাসনকে উদ্যোগী হতে বললেন মমতা
বুধবারের সভায় তখন সবে বীরভূম জেলার রিপোর্ট পেশ করতে উঠেছেন পুর সচিব সুব্রত গুপ্ত। তখনই তাঁকে চেপে ধরেন মমতা। বলেন, হাওড়া থেকে অভিযোগ পাচ্ছি, জঞ্জাল পরিষ্কার হচ্ছে না।' হাতে বীরভূমের রিপোর্ট নিয়ে 'আউট অফ সিলেবাস' প্রশ্নের মুখে ঘাবড়ে যান পুর সচিব।
0 comments:
Post a Comment