Thursday, January 3, 2019
Home »
» বামেদের বনধ সফল করতে মমতার সমর্থন চাইলেন বিমান বসু
বামেদের বনধ সফল করতে মমতার সমর্থন চাইলেন বিমান বসু
এদিন সিটুর তরফে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, এই ধর্মঘটে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও বক্তব্য নেই। মোদী সরকারের বিরোধিতায় বনধ ডেকেছে বামেরা। সত্যিই ফেডারেল ফ্রন্টের মুখ হয়ে থাকলে এই ধর্মঘটকে সমর্থন করা উচিত মুখ্যমন্ত্রীর।
0 comments:
Post a Comment