Friday, May 10, 2019
Home »
» তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সবং, গুরুতর জখম বিজেপি কর্মী
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার সবং, গুরুতর জখম বিজেপি কর্মী
১২ মে ষষ্ঠ দফার ভোট, বলার অপেক্ষা রাখে না উত্তপও তুঙ্গে। আর এর মাঝেই ফের উত্তপ্ত সবং। এলাকার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ১১ নম্বর মোহাড় অঞ্চলের উত্তর নিমকি মোহাড় বুথ এলাকার ঘটনা। অভিযোহ শনিবার রাত ১০টা নাগাদ বিমল মান্না নামে ওই বিজেপি কর্মী অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখনই লাঠি, বোম, বন্ধুক নিয়ে তাঁর ওপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।
0 comments:
Post a Comment