Sunday, May 5, 2019
Home »
» ফণিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের জমি, চরম ক্ষতির মুখে চাষীরা
ফণিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানের জমি, চরম ক্ষতির মুখে চাষীরা
রাজ্যে ফনি বিশেষ প্রভাব না বিস্তার না করলেও ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের চাষে।ফণির তাণ্ডবে কার্যত চিন্তার ভাঁজ পূর্ব বর্ধমানের ভাতারের চাষীদের। এর আগে কালবৈশাখীর শিলা বৃষ্টিতে ভাতারের বিভিন্ন জায়গায় ধানের ক্ষতি হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ফণির রোশে চাষীরা। জানা গিয়েছে, শনিবার বৃষ্টিপাতের কারণে জল দাঁড়িয়ে গিয়েছে জমিতে। ভাসছে ধান গাছ। ফলে চরম সংকটে পড়েছেন জেলার বোরো চাষীরা।
0 comments:
Post a Comment