Friday, May 10, 2019
Home »
» পায়ের নীচে মাটি সরে গিয়েছে, তাই থাপ্পড় মারার কথা বলছেন মমতা, পুরুলিয়ায় উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন মোদী
পায়ের নীচে মাটি সরে গিয়েছে, তাই থাপ্পড় মারার কথা বলছেন মমতা, পুরুলিয়ায় উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন মোদী
মোদী আরও বলেন, '' তোলাবাজদের থাপ্পড় দেখানোর সাহল করলে ভালো হত। চিটফান্ড লুটেরাদের থাপ্পড় মারার সাহস থাকলে ভালো হতো। তাহলে আজ মমতার এই অবস্থা হতো না।''
0 comments:
Post a Comment