Wednesday, May 15, 2019
Home »
» হাতির তান্ডবে তছনছ গ্রাম, ভেঙে গুড়িয়ে দিল পরপর দুটি বাড়ি
হাতির তান্ডবে তছনছ গ্রাম, ভেঙে গুড়িয়ে দিল পরপর দুটি বাড়ি
ফের হাতির হানায় তছনছ মালবাজার মহকুমা। সোমবার গভীর রাতে মহকুমার তিন জায়গায় হাতি তান্ডব চালায়। এদিন দাঁতালের হামলায় ক্ষতিগ্রস্থ হয় মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়া গ্রামের দুটি বাড়ি। পরিবারের লোকেরা পালিয়ে বাঁচলেও ঘরে রাখা ধান চাল সবই নষ্ট করেছে হাতি।
0 comments:
Post a Comment