Sunday, May 5, 2019
Home »
» 'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
'হেরে গিয়েছে বিজেপি, তাই নিগ্রহ বিরোধীদের', কেজরিওয়ালকে চড় প্রসঙ্গে তীব্র নিন্দা করে টুইট মমতার
প্রসঙ্গত, শনিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারে এক ব্যক্তি৷ সেসময় হুডখোলা জিপে প্রচার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ আচমকাই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি উঠে পড়ে গাড়ির ওপর। কিছু বুঝে ওঠার আগেই অরবিন্দ কেজরিওয়ালের গালে চড় মারেন তিনি৷
0 comments:
Post a Comment