Wednesday, May 15, 2019
Home »
» সেতু মেরামতির দাবিতে অবস্থান বিক্ষোভ মালবাজারে
সেতু মেরামতির দাবিতে অবস্থান বিক্ষোভ মালবাজারে
সেতু মেরামতির দাবিতে উত্তপ্ত মালবাজার। এদিন মালবাজার মহকুমার নেওড়া চাবাগান এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তেশিমলা,বড়দীঘি, কুমলাই লাটাগুড়ি হয়ে জলপাইগুড়ির এই পথ ধরে যাতায়াত করেন বহু মানুষ। অন্যদিকে এর পাশেই রয়েছে নেওরানদী চা বাগান। চা বাগানের পন্য সামগ্রী আদান-প্রদান থেকে বাসিন্দাদের নিত্য যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তার সেতু নিয়েই দীর্ঘদিন জেরবার স্থানীয় মানুষ। এলাকাবাসীর অভিযোগ দশ বছরে একবারও মেরামতি না হওয়ায় বেহাল দশা সেতুর।
0 comments:
Post a Comment