Friday, April 12, 2019
Home »
» ভোট শান্তিপূর্ণ হয়েছে, সহযোগিতা করেছে রাজ্য পুুলিস, বললেন কমিশনের পর্যবেক্ষক বিবেক দুবে
ভোট শান্তিপূর্ণ হয়েছে, সহযোগিতা করেছে রাজ্য পুুলিস, বললেন কমিশনের পর্যবেক্ষক বিবেক দুবে
রাত থেকে বিচ্ছিন্ন কিছু হিংসার ঘটনা এসেছে। মাথাভাঙ্গার পচগড় গ্রামপঞ্চায়েতের তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে, এখনও পর্যন্ত দুই জেলায় মোটের উপর শান্তির পরিবেশ রয়েছে বলে জানা যাচ্ছে
0 comments:
Post a Comment