Thursday, April 25, 2019
Home »
» চিকিত্সককে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে চাপ কমানোর চেষ্টা করলেন শান্তনু
চিকিত্সককে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে চাপ কমানোর চেষ্টা করলেন শান্তনু
এদিন সাংবাদিক সম্মেলন করে সেই তত্ত্বই প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা করেন শান্তনু। পাশে ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিত্সক সুখেন্দুনাথ গায়েন। সাংবাদিকদের তিনি জানান, ১৯ এপ্রিল থেকেই অসুস্থ ছিলেন শান্তনু। রবিবার গরমে শান্তনুর শরীরে জলাভাব দেখা দিয়েছিল।
0 comments:
Post a Comment