Saturday, March 16, 2019
Home »
» 'অতি স্পর্শকাতর' বুথ বিতর্কে ধরনায় তৃণমূল মহিলা সেল
'অতি স্পর্শকাতর' বুথ বিতর্কে ধরনায় তৃণমূল মহিলা সেল
ইতিমধ্যেই রানি রাসমণি রোডে ধরনায় যোগ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বলেন, 'শান্ত বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে, এই ধরনের মন্তব্যে বাংলাকে অপদস্ত করার ছক করছেন বিরোধীরা।'
0 comments:
Post a Comment