Tuesday, February 5, 2019
Home »
» সে বার বসেছিলেন CBI-এর দাবিতে, এবার বসলেন বিরোধিতায়, মমতার ধরনার সালতামামি
সে বার বসেছিলেন CBI-এর দাবিতে, এবার বসলেন বিরোধিতায়, মমতার ধরনার সালতামামি
১৯৯৩ সালে প্রথমবার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে সেই ধরনা চলেছিল ২৩ দিন। তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন তিনি। ওই কর্মসূচির পরই দলে লাফিয়ে বাড়তে থাকে মমতার জনপ্রিয়তা।
0 comments:
Post a Comment