Saturday, February 2, 2019
Home »
» ‘এবারই ৮৭টা, সামনের বছর সেঞ্চুরি করে ফেলব’
‘এবারই ৮৭টা, সামনের বছর সেঞ্চুরি করে ফেলব’
তিনি ছবি আঁকেন। পুজোর সময় গান লেখেন এবং তাতে সুরও দেন। রাজ্যের অনেক প্রকল্পতেও তার লেখা গান ও সুর রাজ্য জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও কবিতা এবং প্রবন্ধ লেখাতেও পারদর্শী তিনি। ইতিমধ্যেই কবিতা ও প্রবন্ধ নিয়ে মোট ৮৭টি বই রয়েছে তাঁর।
0 comments:
Post a Comment