Thursday, January 3, 2019
Home »
» খনির বিস্ফোরণে ফাটল বাড়িতে, তাণ্ডব এলাকাবাসীর
খনির বিস্ফোরণে ফাটল বাড়িতে, তাণ্ডব এলাকাবাসীর
এদিন সকালে খনির কাজ সবেমাত্র শুরু হয়েছে। আচমকাই একদল গ্রামবাসী খনিতে ঢুকে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। খনিতে থাকা গাড়ি , মোটর সাইকেলে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিস।
0 comments:
Post a Comment