Tuesday, January 8, 2019
Home »
» হাতের কাজেই বাড়তি রোজগার, পথ দেখাল ‘সবুজলতা’
হাতের কাজেই বাড়তি রোজগার, পথ দেখাল ‘সবুজলতা’
হাতির হানা থেকে উপেক্ষা করে জংগলে আর কাঠ কুড়োতে যায়না ঝর্না বা কবিতা রায়েরা। নিজেদের তৈরি পোষাক বানিয়েই সংসারে বাড়তি রোজগার করছেন তারা। স্বপ্ন আগামী দিনে স্কুল পড়ুয়ারা তাঁদের হাতে তৈরি ইউনিফর্ম পড়ে স্কুলে যাবে।
0 comments:
Post a Comment