Wednesday, January 9, 2019
Home »
» অভিষেকের সভার কয়েকঘণ্টা পরই একের পর এক ছেঁড়া হল মমতার ব্যানার
অভিষেকের সভার কয়েকঘণ্টা পরই একের পর এক ছেঁড়া হল মমতার ব্যানার
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশের অগে ভয়ের পরিবেশ তৈরি করতে এই কাজ করেছে বিরোধীরা। তাদের দাবি, ব্রিগেডে যাতে ডুয়ার্স থেকে কম মানুষ যায়, সেজন্যই এসব করছে বিরোধীরা। কে বা কারা পোস্টার ছিঁড়ল তার বিহিত চেয়ে আমরা পুলিসের দ্বারস্থ হব।
0 comments:
Post a Comment