Wednesday, December 26, 2018
Home »
» বসিরহাটে বিজেপির আইন অমান্য ঘিরে রণক্ষেত্র, ব্যাপক লাঠি চালাল পুলিস
বসিরহাটে বিজেপির আইন অমান্য ঘিরে রণক্ষেত্র, ব্যাপক লাঠি চালাল পুলিস
মহকুমাশাসকের করণ তখন ঘিরে ছিল পুলিস। বিজেপি কর্মীরা সেখানে পৌঁছতেই পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পালটা লাঠি চালায় পুলিস। বিজেপির ইট ও পুলিসের লাঠিতে এক সময় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিসের লাঠিতে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা।
0 comments:
Post a Comment