Saturday, December 8, 2018
Home »
» মেঝেয় বসে খেলছে ২ সন্তান, ওপরে ঝুলন্ত বাবা-মা, চাঞ্চল্য সোনারপুরে
মেঝেয় বসে খেলছে ২ সন্তান, ওপরে ঝুলন্ত বাবা-মা, চাঞ্চল্য সোনারপুরে
শিশু সন্তানদের সামনেই আত্মঘাতী হলেন বাবা-মা। শুক্রবার রাতে সোনারপুরের বৈষ্ণবপাড়ার ঘটনা। প্রতিবেশীরা জানিয়েছেন, রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার আওয়াজ পান তারা। এক কিছুক্ষণ পরই দম্পতির ৪ বছরের ছেলে প্রতিবেশীদের ডাকে। দরজা ভেঙে উদ্ধার হয় তাপস ও প্রিয়ঙ্কা নাইয়ার ঝুলন্ত দেহ। কী কারণে সন্তানদের সামনেই আত্মঘাতী হলেন বাবা-মা, জানতে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিস।
0 comments:
Post a Comment