Friday, December 21, 2018
Home »
» গলায় ফাঁসের দাগ; বাড়ির পাশের জঙ্গলে মিলল ক্লাস ফাইভের ছাত্রীর দেহ, তুলকালাম জামুরিয়া
গলায় ফাঁসের দাগ; বাড়ির পাশের জঙ্গলে মিলল ক্লাস ফাইভের ছাত্রীর দেহ, তুলকালাম জামুরিয়া
ক্লাস ফাইভের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তুলাকাম আসানসোলের জামুরিয়া। ছাত্রীর পরিবারের অভিযোগ ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে ওই শিশুকে। জামুরিয়ার বোগরাচটি নমো ধাওয়ার ঝোপ থেকে উদ্ধার হল ওই ছাত্রীর দেহ।
0 comments:
Post a Comment