Friday, December 7, 2018
Home »
» ২ মাসের লড়াই শেষ! কুখ্যাত সেই কর্ণের ছোড়া বোমায় জখম এএসআই-এর মৃত্যু
২ মাসের লড়াই শেষ! কুখ্যাত সেই কর্ণের ছোড়া বোমায় জখম এএসআই-এর মৃত্যু
গত অক্টোবরের ৪ তারিখ আদালতে তোলা হচ্ছিল কর্ণ বেরাকে। সেদিন তার সঙ্গে ছিল আরও চার বিচারাধীন বন্দি। অভিযোগ, সেসময় আচমকাই বন্দুক ছিনিয়ে নিয়ে জিআরও সুশান্ত রানার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে কর্ণ। এরপর বোমা ছুড়তে ছুড়তে পুলিসের হাত ফস্কে বেরিয়ে যায় সে।
0 comments:
Post a Comment