Tuesday, December 18, 2018
Home »
» তৃণমূলকে বিঁধতে গিয়ে বৃহন্নলাদেরও টেনে আনলেন দিলীপ
তৃণমূলকে বিঁধতে গিয়ে বৃহন্নলাদেরও টেনে আনলেন দিলীপ
তৃণমূলকে আরও কড়া ভাষায় আক্রমণ করে দিলীপ ঘোষ এও বলেন, “যারা আমাদের চমকাচ্ছে, ধমকাচ্ছে তাদের নাম লিখে রাখুন। সব দেখে নেব। ওদের কিছুই ভোগ করতে দেব না। এখন যেখানে বিজেপি করলে অপরাধ হয় এক দিন টিএমসি করলেও সেই অপরাধই হবে।”
0 comments:
Post a Comment