Tuesday, November 20, 2018
Home »
» দুবরাজপুরে SI খুনে বেকসুর খালাস ১৯ অভিযুক্ত, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারক
দুবরাজপুরে SI খুনে বেকসুর খালাস ১৯ অভিযুক্ত, তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিচারক
মামলা চলাকালীনই ২০১৬ সালের জানুয়ারিতে মামলায় অভিযুক্ত ৩৬ জনকে নিরপরাধ বলে দাবি করেন সরকারি আইনজীবী রণজিত্ গঙ্গোপাধ্যায়। চাপের মুখে সেই মাসেই শুনানিতে আবার আবেদন ফিরিয়ে নেন তিনি। এর পরই সরকারি আইনজীবী বদলের দাবি তোলেন অমিতবাবুর স্ত্রী পুতুলদেবী। যিনি নিজেও পুলিসকর্মী। সেদিনই সুবিচার হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
0 comments:
Post a Comment