Tuesday, November 20, 2018
Home »
» লোক ছিল না তাই সূর্য রাজ্য সম্পাদক হয়েছেন, তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
লোক ছিল না তাই সূর্য রাজ্য সম্পাদক হয়েছেন, তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
সূর্যবাবুর মন্তব্যে সরাসরি প্রত্যাঘাত করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সূর্যর থেকে রাজনীতিটা আমি বেশি বুঝি। তাই বিধানসভা নির্বাচনে উনি হেরেছেন, আমি জিতেছি। BJP কী তা সারা ভারতবর্ষ জানে। আর দিলীপ ঘোষ কে তা ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর বুঝিয়ে দেব।'
0 comments:
Post a Comment