Friday, November 23, 2018
Home »
» পদত্যাগের পরও হঠাত্ বিধানসভায় 'হাজির' মন্ত্রী শোভন
পদত্যাগের পরও হঠাত্ বিধানসভায় 'হাজির' মন্ত্রী শোভন
পরিবেশ দফতরের দায়িত্ব ৫ মাস আগেই হারিয়েছেন শোভন। বৈশাখী নিয়ে টানাপোড়েনের মধ্যেই গত জুনে শোভনের কাছ থেকে নিয়ে পরিবেশ দফতরের দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। ৫ মাস পর শীতকালীন অধিবেশনে সেই বিল বিধানসভায় পেশ হলেও নথিতে রয়ে গেল শোভনেরই নাম।
0 comments:
Post a Comment