Monday, November 5, 2018
Home »
» 'অনাথের আশ্রয়, অভুক্তের অন্ন', ট্যাক্সি চালক জালালুদ্দিনের পাশে কেবিসি
'অনাথের আশ্রয়, অভুক্তের অন্ন', ট্যাক্সি চালক জালালুদ্দিনের পাশে কেবিসি
কিছুদিন আগে ডাক আসে কৌন বানেগা ক্রোড়পতি থেকে। সেখানে হট সিটে তাঁর পাশে আমির খান। আর সামনে বিগ বি অমিতাভ বচ্চন। হাতে স্টিয়ারিং। চাকাটা এখনও ঘোরে। দিন শেষ হয়ে রাত আসে। শরীরে ক্লান্তি জড়িয়ে আসে। তবু থামেন না জালালুদ্দিন। চোখে যে এখনও স্বপ্ন। এবার একটা কলেজ গড়তে চান তিনি।
0 comments:
Post a Comment