Friday, October 12, 2018
Home »
» মৌসুমি বৃষ্টির ঘাটতি কাটাতে 'তিতলি'র দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গের চাষিরা
মৌসুমি বৃষ্টির ঘাটতি কাটাতে 'তিতলি'র দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গের চাষিরা
পড়ন্ত আশ্বিনে মাঠে দুলছে ধানের শিস। কিন্তু সেচের ব্যবস্থা না করা গেলে শেষ পর্যন্ত কি অঘ্রানে গোলা ভরবে ধানে? এই আশঙ্কাতেই দিন কাটছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার চাষিদের। তিতলির মুখ চেয়ে সেই চিন্তা কিছুদিনের জন্য ভুলেছেন তাঁরা
0 comments:
Post a Comment