Tuesday, October 2, 2018
Home »
» ক্যানিং নিয়ে ভাঙলেও মচকাতে রাজি নন পার্থ
ক্যানিং নিয়ে ভাঙলেও মচকাতে রাজি নন পার্থ
সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ক্যানিংয়ে কী হয়েছে তা সাংগঠনিক স্তরে তদন্ত চলছে। সংঘর্ষ পরিকল্পিত কি না তাও দেখা হচ্ছে। কর্মীদের বলেছি কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। তবে ওখানে RSS-বিজেপি-র উসকানি থাকতে পারে।
0 comments:
Post a Comment