Tuesday, October 2, 2018
Home »
» গেটের সামনে বসে বিক্ষোভ নিহত রাজেশ-তাপসের মায়ের, আজও খুলল না দাড়িভিট হাইস্কুল
গেটের সামনে বসে বিক্ষোভ নিহত রাজেশ-তাপসের মায়ের, আজও খুলল না দাড়িভিট হাইস্কুল
থমকে গেল দাড়িভিট হাইস্কুল খোলার প্রক্রিয়া। ছেলের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের মা। একই দাবিতে সরব গ্রামবাসীরাও। তাঁদের দাবি, যতক্ষণ না ইসলামপুরকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে না যাবে, ততক্ষণ স্কুল খুলতে দেবেন না তাঁরা। সোমবার স্কুল পরিচালন কমিটির পক্ষে তপনকুমার মজুমদার স্কুলের পাশেই কয়েকজন অভিভাবককে নিয়ে সভা করবার জন্য বসে ছিলেন। প্রশাসনের নির্দেশে স্কুল পরিদর্শক না যাওয়ায় সেই সভাও বাতিল হয়ে যায়।
0 comments:
Post a Comment