Wednesday, October 10, 2018
Home »
» সনিকা চৌহান মৃত্যু মামলায় কাঠগড়ায় দাঁড়াতেই হবে বিক্রমকে, জানিয়ে দিল আদালত
সনিকা চৌহান মৃত্যু মামলায় কাঠগড়ায় দাঁড়াতেই হবে বিক্রমকে, জানিয়ে দিল আদালত
বিচারক স্পষ্ট জানিয়েছেন, ওই গতিতে গাড়ি চালালে যে যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে তার সম্যক জ্ঞান ছিল বিক্রমের। তার পরেও দায়িত্বজ্ঞানহীনের মতো গাড়ি চালিয়েছেন তিনি। যার ফলে মৃত্যু হয়েছে সনিকার। এই ঘটনায় বিক্রমের বিরুদ্ধে প্রাণঘাতী গাফিলতির অভিযোগ দায়ের করেছে পুলিস।
0 comments:
Post a Comment