Sunday, September 9, 2018
Home »
» তৈরি হল TMCP-র নতুন কমিটি, রইলেন সেই জয়াই
তৈরি হল TMCP-র নতুন কমিটি, রইলেন সেই জয়াই
এদিন গঠিত ১০ জনের পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সহ-সভাপতি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য কমিটি গঠনের দায় বর্তেছে এই কমিটির ওপর। ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।
0 comments:
Post a Comment