Sunday, September 23, 2018
Home »
» দাঁড়িভিটকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ SFI ও ABVP-র
দাঁড়িভিটকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথ অবরোধ SFI ও ABVP-র
এদিন বেলা ১২টায় কলকাতার শ্যামবাজার থেকে মিছিল করে এবিভিপি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বজরং দল। অবরোধ হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বারাসতেও। পথ অবরোধের খবর মিলেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকেও। পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় অবরোধকারীদের।
0 comments:
Post a Comment