Monday, September 17, 2018
Home »
» LPG কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা রণজিত্ মজুমদার
LPG কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা রণজিত্ মজুমদার
গত ৩ সেপ্টেম্বর প্রথম LPG কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আনে Zee ২৪ ঘণ্টা। জানা যায়, রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে মুর্শিদাবাদ জেলার একাধিক বিজেপি নেতা-কর্মীর কাছ থেকে মোটা টাকা তোলা হয়েছে। রণজিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগে কোন এলাকায় রান্নার গ্যাসের নতুন ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হবে তা আগেই জেনে যেতেন তিনি।
0 comments:
Post a Comment