Monday, September 17, 2018
Home »
» বিজেপি ছাড়লেন লক্ষ্মণ শেঠ, কোন দলে যোগ দিতে চলেছেন তমলুকের প্রাক্তন সাংসদ
বিজেপি ছাড়লেন লক্ষ্মণ শেঠ, কোন দলে যোগ দিতে চলেছেন তমলুকের প্রাক্তন সাংসদ
লক্ষ্মণকে দলে নেওয়া নিয়ে বিজেপির ২ গোষ্ঠীর লড়াইও প্রকাশ্যে চলে আসে। দিলীপগোষ্ঠী ও রাহুলগোষ্ঠীর বিবাদের মধ্যেও শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন নন্দীগ্রাম কাণ্ডের অন্যতম ভিলেন। এর জেরে যথেষ্ট বিড়ম্বনাতেও পড়তে হয় বিজেপিকে। দলে নিলেও লক্ষ্মণকে কোনও পদ দেয়নি বিজেপি। তমলুক লোকসভা নির্বাচনে তেমন দাগও কাটতে পারেনি লক্ষ্মণ ব্রিগেড।
0 comments:
Post a Comment