Saturday, September 22, 2018
Home »
» বেহালার জন্য বাড়তি বাস, অটোর ওপর নজরদারির নির্দেশ মন্ত্রীর
বেহালার জন্য বাড়তি বাস, অটোর ওপর নজরদারির নির্দেশ মন্ত্রীর
মিলছে না বাস, কোনওক্রমে বেহালায় ঢুকতে পারলেও একাধিক রুটে মর্জিমতো ভাড়া হাঁকাচ্ছেন অটো চালকরা। সাধারণ মানুষের যন্ত্রণার সুরাহা করতে তাই পথে নামলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন স্থানীয় পুলিস ও প্রশাসনের একাধিক শীর্ষ কর্তা। সেই বৈঠকে ৮ জনের একটি কমিটি গঠন করে দিয়েছেন মন্ত্রী।
0 comments:
Post a Comment