Sunday, September 9, 2018
Home »
» মাঝেরহাটে লেভেল ক্রসিং বানানোর প্রস্তাব পাঠাল রাজ্য সরকার
মাঝেরহাটে লেভেল ক্রসিং বানানোর প্রস্তাব পাঠাল রাজ্য সরকার
পিডাবলুডির তরফে রেলকে দেওয়া প্রস্তাবে জানানো হয়েছে, ভেঙে পড়া মাঝেরহাট সেতুর পাশে তৈরি হবে লেভেল ক্রসিং। সেজন্য রেল লাইনের ওপর দিয়ে ২০০ মিটার রাস্তা বানাতে হবে পিডাবলুডি-কে। দুপাশে রেলকে বসাতে হবে গেট। এই প্রস্তাব নিয়ে রেলের তরফে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।
0 comments:
Post a Comment