Saturday, September 8, 2018
Home »
» প্রণবের দেহ পৌঁছতেই কান্নার রোল মুর্শিদাবাদে
প্রণবের দেহ পৌঁছতেই কান্নার রোল মুর্শিদাবাদে
মঙ্গলবার সেতুর ধ্বংসাবশেষের ফাটল থেকে ভেসে আসছিল আর্তনাদ। শোনা যাচ্ছিল, বাঁচার আর্তিও। সেই জায়গা থেকেই বুধবার উদ্ধার হয় একটি মৃতদেহ। মঙ্গলবার দুর্ঘটনার পরই ধ্বংসাবশেষের তলায় অনেকেই আটকে পড়তে পারেন বলে আশঙ্কা করেছিলেন স্থানীয় বাসিন্দারা।
0 comments:
Post a Comment