Wednesday, September 5, 2018
Home »
» চাঞ্চল্যকর মোড়, হরিদেবপুর কাণ্ডে ভ্রুণের বদলে মিলল মেডিক্যাল বর্জ্য!
চাঞ্চল্যকর মোড়, হরিদেবপুর কাণ্ডে ভ্রুণের বদলে মিলল মেডিক্যাল বর্জ্য!
উদ্ধার হওয়া প্যাকেটের মধ্যে কোনও ভ্রুণের অস্তিত্ব নেই। এমনটাই জানাল সাউথ ওয়েস্ট ডিভিশন, ডিসি নীলাঞ্জন বিশ্বাস। প্যাকেটগুলির মধ্য থেকে মিলেছে মেডিক্যাল বর্জ্য। এম আর বাঙুর হাসপাতালের চিকিত্সকরা এমনটাই জানিয়েছেন বলে জানা যায়। তবে, কিছুক্ষণ আগেই ডিসি নীলাঞ্জন বিশ্বাসই সাংবাদিক বৈঠক ভ্রুণের কথা জানান। প্রকাশ্যে পুলিসের এমন বয়ানে উঠছে প্রশ্ন।
0 comments:
Post a Comment