Saturday, September 1, 2018
Home »
» বাড়ি ফিরতে দেরি, ৭ বছরের নাতিকে উচিত শিক্ষা দিতে গরম খুন্তির ছ্যাঁকা ঠাকুমার
বাড়ি ফিরতে দেরি, ৭ বছরের নাতিকে উচিত শিক্ষা দিতে গরম খুন্তির ছ্যাঁকা ঠাকুমার
বিকালে খেলতে গিয়ে ঘরে ফিরতে দেরি। আর তাতেই নাতিকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে, বেধড়ক পিটিয়ে ঘরে বন্ধ করে রাখলেন রাগে অগ্নিশর্মা ঠাকুমা। চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুটিকে বন্ধ ঘরে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নদিয়ার শন্তিপুরের আরবান্দি গ্রাম পঞ্চায়েতের আমতলা পাড়া এলাকার ঘটনা।
0 comments:
Post a Comment