Wednesday, September 5, 2018
Home »
» আগেই জানিয়েছিলাম আশঙ্কার কথা, কানে তোলেলনি ইঞ্জিনিয়ার, দাবি স্থানীয় বাসিন্দার
আগেই জানিয়েছিলাম আশঙ্কার কথা, কানে তোলেলনি ইঞ্জিনিয়ার, দাবি স্থানীয় বাসিন্দার
মোস্তাফা সাহেবের দাবি, এসব কথায় কান দেননি মেট্রোর ইঞ্জিনিয়ার। উলটে তিনি বলেন, আমি বিষয়টি আপনার থেকে ভাল বুঝি। মঙ্গলবার বিকেলে মোস্তাফা সাহেবের আশঙ্কাই সত্যি হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ।
0 comments:
Post a Comment