Friday, August 24, 2018
Home »
» বিজেপি বিরোধিতার ঝড় তুলতে ময়দানে নামছে তৃণমূলের সাংস্কৃতিক সেল
বিজেপি বিরোধিতার ঝড় তুলতে ময়দানে নামছে তৃণমূলের সাংস্কৃতিক সেল
২০০৬ সালে সিঙুর আন্দোলনের সময় থেকে তৃণমূলে সৃজনশীলদের ঢল নামে। একে একে তত্কালীন বিরোধী দলে যোগ দেন বহু শিল্পী, লেখক ও সাহিত্যিক। অনেকে সরাসরি যোগদান না করলেও সোচ্চার হন তত্কালীন বাম সরকারের বিরুদ্ধে।
0 comments:
Post a Comment