Monday, August 13, 2018
Home »
» সোমনাথের প্রয়াণে রাজ্য কমিটির বৈঠক মুলতুবি করল সিপিএম
সোমনাথের প্রয়াণে রাজ্য কমিটির বৈঠক মুলতুবি করল সিপিএম
সোমবার সকালে সোমনাথের প্রয়াণে জি ২৪ ঘণ্টায় শোকপ্রকাশ করে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, 'এব্যাপারে দলীয় স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' দল ফিরিয়ে নিলে কোনও অপত্তি নেই তাঁর। সব লাঞ্ছনা ভুলে ফের লাল পতাকা তুলে নেবেন হাতে, অকপটে বার বার জানিয়েছিলেন তাঁর ইচ্ছার কথা।
0 comments:
Post a Comment