Monday, July 23, 2018
Home »
» বিষ খেয়ে হোয়াটসঅ্যাপে প্রেমিকাকে ছবি পাঠাল যুব, নাবালিকার জবাব 'মরে যা'
বিষ খেয়ে হোয়াটসঅ্যাপে প্রেমিকাকে ছবি পাঠাল যুব, নাবালিকার জবাব 'মরে যা'
পাশাপাশি ২ পাড়ার বাসিন্দা ওই নাবালিকা ও সৌপ্তিক। গত ৪ বছর ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। নাবালিকার দাবি, গত ১৩ ফেব্রুয়ারি তাঁদের বিচ্ছেদ হয়। তার পর থেকে নানা ভাবে ওই যুবক তাকে বিরক্ত করছিল। মাঝে মাঝে আমি জবাবও দিতাম। কিন্তু ও যে সত্যি বিষ খাবে তা ভাবতে পারিনি।
0 comments:
Post a Comment