Friday, July 27, 2018
Home »
» আসানসোলে পুলিসের জালে ২ মোবাইল ফোন চোর, উদ্ধার ৩০টি দামি ফোন
আসানসোলে পুলিসের জালে ২ মোবাইল ফোন চোর, উদ্ধার ৩০টি দামি ফোন
বেশ কিছুদিন ধরেই মোবাইল ফোন চুরির অভিযোগ জমা পড়ছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামেন খোদ নিয়ামতপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। অভিযোগকারীদের ওয়া তথ্যের সূত্র ধরে গত ২৩ জুলাই চিনাকুড়ি থেকে রাজমন চৌহান ও বলরাম নোনিয়া নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস।
0 comments:
Post a Comment