Friday, July 27, 2018
Home »
» ছাত্রখুনে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের বনধে স্তব্ধ কোচবিহার
ছাত্রখুনে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের বনধে স্তব্ধ কোচবিহার
গত ১৩ জুলাই গুলিবিদ্ধ হন টিএমসিপির কোচবিহার কলেজ শাখার আহ্বায়ক মজিদ আনসানি। বুধবার মৃত্যু হয় তাঁর। এর পরই মূল অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতারির দাবিতে কোচবিহার কলেজের সামনে অবস্থান শুরু করেন মজিদের সমর্থকরা।
0 comments:
Post a Comment